বিচ্ছেদের এক বছর পর ফের আলোচনায় অভিনেত্রী শবনম ফারিয়া ও তার সাবেক স্বামী হারুনুর রশীদ অপু।
সম্প্রতি ফেসবুকে এক পোস্টে সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন শবনম ফারিয়া। আর সেই অভিযোগ হলো অপু নাকি তাকে শারীরিক নির্যাতন করেছেন। এরপর থেকে গত এক সপ্তাহ ধরে সরগরম শোবিজপাড়া।
অপু অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমের কাছে দাবি করেছেন, শবনমের অভিযোগ পুরোপুরি মিথ্যা।
আরেকটি স্ট্যাটাসে শবনম ফারিয়া জানিয়েছেন কেন তাদের সংসার টেকেনি।
তিনি বলেন, আমাদের আসলে সে অর্থে কখনও সংসারই করা হয়নি। কারণ আমাদের নিজেদের কখনও কোনো বাসা ছিল না! অপুদের তিন বেডের বাসায় ওর মা, ওরা চার ভাই, ভাবি, ভাতিজি এবং দুজন বুয়া থাকত! সেখানে আমার থাকার জন্য যে ঘর বরাদ্দ ছিল, সেটির সঙ্গে এটাচড কোনো ওয়াশরুম ছিল না। ওর মায়ের বেডরুমে সাতজনের সঙ্গে ওয়াশরুম শেয়ার করতে হতো। তাই আমি খুব বেশি দিন সেই বাসায় থাকিনি। আমরা তিন বোন, এত ছেলেদের ঘরে অ্যাডজাস্ট করতে সমস্যা হতো। তা ছাড়া আমার শুটিংয়ের জন্য অনেক কস্টিউম/প্রপ্স অনেক কিছু থাকে। আলাদা একটা কস্টিউম রুমই লাগে! তা ছাড়া আমার মায়ের বাসা আর তাদের বাসা কাছাকাছি হওয়ায় এবং দুজনেরই বাবা না থাকায় আমরা দুজন দুজনের মায়ের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করতাম! ফলে স্বাভাবিক ম্যারিড কাপলের মধ্যে যেসব ইন্টিমেসি থাকে তা আমাদের মধ্যে ছিল না! মূলত এ কারণেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্তে আসি। অবশ্যই এর বাইরে আরও হাজারটা কারণ তো আছেই! সেগুলোও পাবলিক প্লাটফরমে লিখে আর আলোচনা চাই না।
ফারিয়ার এই স্ট্যাটাসের পরই এই বিষয়ে মুখ খুলেন ‘অপুর মামা’ পরিচয়দানকারী আব্দুল্লাহ হারুন জুয়েল নামে এক ব্যক্তি।
সোমবার রাতে তিনি নিজের ফেসবুকে ফারিয়াকে নিয়ে দিয়েছেন এক বিস্ফোরক স্ট্যাটাস। সেখানে তিনি মন্তব্য করেছেন, ইভ্যালিকাণ্ড থেকে বাঁচতে সাবেক স্বামীকে শিকারে পরিণত করার সস্তা পথ বেছে নিয়েছে ফারিয়া।
স্ট্যাটাসে অপুকে নিজের বোনের ছেলে দাবি করেছেন জুয়েল। তিনি লিখেছেন, ‘আমি সাধারণত ফেসবুকে ব্যক্তিগত বিষয় বলি না। একটি বিষয়ে মিথ্যাচার হচ্ছে এবং একপাক্ষিকভাবে তা আবার মিডিয়ায় আসছে। তাই না বলে পারছি না। ইভ্যালি ইস্যুতে নাম আসার পর যে সস্তা পথটি শবনম ফারিয়া বেছে নিয়েছে তা হচ্ছে, সাবেক স্বামীকে শিকারে পরিণত করে সহানুভূতি লাভের চেষ্টা। ফারিয়ার সাবেক স্বামী অপু আমার বোনের ছেলে। অপুসহ আমার ভাগ্নেদের মতো সহজ-সরল, সৎ, ভদ্র ও ভালো ছেলে খুব কমই হয়। তারা আমার হৃদয়ের অংশের মতো, কিন্তু তবু অন্যায় করলে আমি সাফাই দিতাম না। কিন্তু যে প্রচার-অপপ্রচার চলছে, তার একটি বস্তুনিষ্ঠ সারমর্ম তুলে ধরছি।’
তিনি লিখেছেন, ‘ফারিয়ার প্রথম বিয়ে ভেঙে যায় ১০ দিন আগে। মানসিকভাবে যখন সে বিধ্বস্ত, তখন তার পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছিল অপু। দীর্ঘদিন বন্ধুত্ব চলার পর, একে অপরকে জেনে ও বুঝে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পারিবারিকভাবে আমরা সাধারণ মেয়ে চাইলেও তাদের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো আপত্তি করা হয়নি। আমার দুলাভাইয়ের মৃত্যুর পর আপা একা হয়ে পড়ায় নিজের বাড়িতে না থেকে অন্য বোনদের কাছাকাছি বাসা ভাড়া নিয়ে থাকেন।’
‘ফারিয়া অপুদের তিন বেডরুমে ভাড়া থাকার কথা উল্লেখ করে লোভী ও অর্থলিপ্সু মানসিকতার পরিচয় দিয়েছে। তবে অপুর উত্তরাধিকার সূত্রে যা আছে, তার যতটা সে জানে তা উল্লেখ করা উচিত ছিল। যা-ই হোক, বিয়ের পর ফারিয়া তার মাসহ অপুকে নিয়ে আলাদা থাকতে চেয়েছিল, যাতে আমরা কেউ দ্বিমত করিনি। বিয়ের কেনাকাটা থেকে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত ফারিয়া যা চেয়েছে, যেভাবে চেয়েছে, যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমার আপা তাই দিয়েছেন। যখন চেয়েছে ইন্ডিয়া গেছে, ব্যাংকক গেছে। কখনো প্রশ্ন করা হয়নি কেন বা কোথায় টাকা খরচ হবে!’
জুয়েল লেখেন, ‘বিয়ের পর ফারিয়া তার নামে ফ্ল্যাট কিনতে চাপ দিয়েছিল। দুটি বহুতল ভবন ও নির্মাণাধীন ফ্ল্যাট থাকার পরও এমন দাবি অযৌক্তিক মনে করেছেন আমার বোন। তবে আলাদা থাকতে আপত্তি করেননি। ফারিয়া কখনো বলতে পারবে না আমাদের কেউ কখনো তাকে কোনো বিষয়ে সামান্যতম কটু কথা বলেছে।’
আঙুল ভাঙার প্রসঙ্গ টেনে জুয়েল বলেন, ‘ফারিয়ার আঙুল ভেঙেছিল, যদিও এখন বলা হচ্ছে হাত ভেঙে দেওয়া হয়েছিল। ফারিয়া আঙুলে আঘাত পেয়েছিল, কারণ সারা রাত ঝগড়া ও আঘাত করায় অপুর শরীর ছিল খামচিতে ক্ষত-বিক্ষত। নারীর গায়ে হাত তোলার শিক্ষা অপু পায়নি। কিন্তু নিজেকে রক্ষার চেষ্টায় আঙুলে আঘাত লাগা অস্বাভাবিক নয়। প্রহার করতে চাইলে কেউ আঙুল ভাঙে না। আর তেমন কিছু হলে ফারিয়া নিশ্চিতভাবেই মামলা ঠুকে দিত।’
জুয়েলের দাবি, ‘অপু-ফারিয়ার বিচ্ছেদ হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। তবে সেখানে কোনো পক্ষের অভিভাবক ছিল না। আমরা এবং ফারিয়ার দুই বোনও তালাকের বিরুদ্ধে ছিল। ফারিয়া কাবিনের টাকা পরিশোধ করে তালাক দিতে বলেছিল। বিয়েতে দেওয়া স্বর্ণালঙ্কার কাবিনের টাকার উসুল হিসেবে ধরার নিয়ম থাকলেও তা ধরা হয়নি। তবু সামান্যতম আপত্তি না তুলে টাকা দিয়ে দেওয়া হয়েছে। অপুকে দেওয়া একমাত্র আংটিটিও ফেরত নিয়ে যায়। তালাকের পর ফারিয়ার স্ট্যাটাস কী ছিল তা অনেকেই পড়েছেন।’
অবশেষে ইভ্যালির প্রসঙ্গ তুলে জুয়েল বলেন, ‘পরিশেষে সাংবাদিক ভাইদের বলব, কেন কী হয়, তা জানা ও বোঝার মতো জ্ঞান নিশ্চয়ই আপনাদের আছে।’
একই দিনে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে হারুনুর রশীদ অপুও একই দাবি তোলেন। তিনি বলেন, ইভ্যালিকাণ্ড থেকে মানুষের নজর অন্যদিকে ঘোরানোর জন্যই ফারিয়া শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন বলে আমার ধারণা। তিনি ডমেস্টেক ভায়োলেন্সের বিপক্ষে বলেও উল্লেখ করেন। এবার ইভ্যালি নিয়ে অপু ও তার মামা জুয়েলের মন্তব্যের প্রেক্ষিতে ফারিয়া কী বলেন সেটাই দেখার।