আয়ানা উইলিয়ামস। পৃথিবীর দীর্ঘতম নখের কারণে গিনেস বুকে নিজের নাম তুলে ফেলেছিলেন কয়েক বছর আগেই। ক্রমে নেই নখ আরও বেড়েছে। কিন্তু অবশেষে তিনি কেটেই ফেললেন ঐতিহাসিক সেই নখ।
২০১৭ সালে আয়ানা উইলিয়ামসের হাতের নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট। এই কয়েক বছরে তা বেড়ে হয়েছিল ২৪ ফুট।
কিন্তু দীর্ঘতম সেই নখ অবশেষে কেটেই ফেললেন। এক ধরনের বিশেষ যন্ত্র দিয়ে এই নখ কাটা হয়েছে।
তিরিশ বছরে এই প্রথম নখ কাটতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন আয়ানা। সেই ১৯৯০ সাল থেকে তিনি নখ রাখছেন।
নখ কেটে তিনি বলেছেন, নখ থাকুক বা না থাকুক, আমি রানিই থাকব! তার নখ কাটার ভিডিয়োটি ভাইরালও হয়েছে।