সরকার বিদেশি পর্যবেক্ষকদের আসতে বাধা দিচ্ছে: মির্জা ফখরুল

সাংবাদিকদের ব্রিফ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রূপান্তর রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার নির্বাচনকে নিয়ন্ত্রণ করে ফলাফল নিজেদের পক্ষে আনতে চায় বলেই বিদেশি পর্যবেক্ষকদের আসতে বাধা দিচ্ছে। বিগত জাতীয় নির্বাচনও সরকার পর্যবেক্ষকদের আসতে দেয়নি, ভিসা দেয়নি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরা কারচুপি করবে, ফল তাদের পক্ষে নেবে। গতবার জাতীয় সংসদ নির্বাচনে একই ঘটনা ঘটেছে। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গতবারও প্রায় প্রতিটি দেশ থেকেই বলা হয়েছিল নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এখন তাঁরা (কূটনীতিকরা) যখন আগাম এখানে থেকেই কাজগুলো করতে চাচ্ছেন যে তারা অবজার্ভ করতে চান, সেখানে যখন বাধা দিচ্ছে তখন প্রমাণিত হচ্ছে উদ্দেশ্য একই আছে। সরকার নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের পক্ষে ফল আনতে চায়। আমরা মনে করি দেশের নির্বাচন ব্যবস্থাই এ সরকার ধ্বংস করে ফেলেছে। নির্বাচন কমিশন এতই অযোগ্যতার প্রমাণ দিয়েছে যে তারা তাদের স্বাধীনতা প্রয়োগ করতে পারছে না। সংবিধান সম্মত তাদের অধিকার ও দায়িত্ব পালন করতে পারছে না।’

আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোট।

SHARE