সন্তানদের সামনেই অ্যাঞ্জেলিনা জোলিকে নিপীড়ন করতেন পিট!

ব্র্যাড পিটের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির এই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি: সংগৃহীত

হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির ঘর ভেঙেছে আরও চার বছর আগে। ব্র্যাড পিটের সঙ্গে এখন আর এক ছাদের নিচে থাকেন না তিনি। তবে সম্প্রতি সাবেক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এই সুদর্শনী। যেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সন্তানদের সামনেই সাবেক স্বামী ব্র্যাড পিটের নির্যাতনের শিকার হতেন হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর এ রকম ঘটনা ঘটত প্রায়ই। আদালতে এমনই অভিযোগ করেছেন জোলি। জোলির অভিযোগের পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন ছেলেও।

৪৫ বছর বয়সী এ অভিনেত্রী জানান, প্রায়ই বাড়ি ফিরে পিট তাকে মারধর করতেন। এসব বিষয়ে জোলির বড় ছেলে ম্যাডক্স আদালতে বাবা পিটের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। জোলির অভিযোগ আর ম্যাডক্সের বিবৃতি দুটোই নিশ্চিত করেছে দি ইনসাইডার ও ইয়াহু।

জোলির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে দি ইনসাইডার জানায়, জোলির অভিযোগের পরদিনই ম্যাডক্স তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। এমনকি ম্যাডক্স তার নাম ‘ম্যাডক্স জোলি পিট’ থেকে ‘পিট’ বাদ দিয়েছে। তার নাম এখন শুধুই ম্যাডক্স জোলি। আর পিটকে নামের শেষাংশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার নিজের। এ নিয়ে এখনও তদন্ত চলছে। সেই তদন্তে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এসব পটভূমি।

তবে এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিট।

অ্যাঞ্জেলিনা ও পিটের তিন সন্তান। শিলোহ এবং যমজ ভিভিয়েন ও নক্স। জোলির দত্তক নেওয়া আরও তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। বিচ্ছেদের পর থেকে সাবেক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে আসছেন এই সুদর্শনী।

প্রসঙ্গত ২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে কাজ করতে গিয়ে অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের আলাপ হয়। বহু বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন দুই হলিউড তারকা। তবে বিয়ের দুই বছরের মাথাতেই একে অপরের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন তারকা দম্পতি। যদিও তাদের আইনত বিচ্ছেদ হয়নি। তারকা দম্পতির ৬ সন্তান রয়েছে। মার্কিন সংবাদপত্র সূত্রে খবর অ্যাঞ্জেলিনা-ব্র্যাডের সন্তানরাও বাবা-মায়ের সম্পর্কের তিক্ততা ও গার্হস্থ্য হিংসার বিষয়ে আদালতে মুখ খুলতে রাজি হয়েছেন।

‘আনব্রোকেন’ অভিনেত্রী আগেও এ বিষয়ে কিছু প্রমাণ পেশ করেছিলেন। সম্প্রতি অতিরিক্ত কয়েকটি নথি জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বলা হচ্ছে— সাবেক দম্পতির ৬ ছেলেমেয়েকেও কথা বলার অধিকার দেওয়া হবে। বিবাহবিচ্ছেদের শুনানিতে তারা নিজেদের বক্তব্য পেশ করতে পারেন আদালতে। ব্র্যাড পিটের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, অভিনেতা মনে করেন, যে প্রমাণের কথা বলা হচ্ছে, তা আদতে বিশেষ কিছু নয়। তাকে আঘাত করার জন্যই এমনটি করছেন জোলি। শুধু তা-ই নয়, এই কাজে সন্তানদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অভিনেতার।

সাত বছরের লিভ ইনের পর ২০১২ সালে আংটি বদল করেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ২০১৪ সালে তারা বিয়ে করেন। মাত্র দুই বছরের মাথায় ২০১৬ সালে ডিভোর্স ফাইল করেন অভিনেত্রী। তার পর থেকে আইনি লড়াই চলছে তো চলছেই।

 

SHARE