শাকসবজি সামনে দ্বিধান্বিত তারকা বিড়াল

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি হয়তো দেখেছেন খাবার টেবিলে বসে থাকা বিড়ালের দিকে আঙ্গুল তুলে এক মহিলা চিৎকার করে কাঁদছে এবং সে বিড়ালটির দিকে কিছু একটা বলতে চাচ্ছে। ​পাশে অন্য এক মহিলা ক্রন্দনরত মহিলাকে শান্ত করার চেষ্টা করছে। সবজি পাতে নেওয়া ক্যানাডিয়ান বিড়াল স্মাজ ক্যাট, অপরদিকে দ্য রিয়েল হাউজ-ওয়াইভস অফ বেভারলি হিলসে অভিনীত টেইলর আর্মস্ট্রং এর অভিব্যক্তি; বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ওই ছবিটিতে দেখা যায় শাকসবজি সামনে নিয়ে একটি বিড়াল হতভম্ব অথবা রাগান্বিত অবস্থায় বসে আছে। বিড়ালটির এই বিচিত্র মুখভঙ্গি অনেকেই ভুল বানান থেকে শুরু করে কোনো কিছুর দ্বিধান্বিত কোনো একটা পরিস্থিতি বোঝাতে ব্যবহার করেছেন।

৬ বছর বয়সী ক্যানাডিয়ান বিড়াল স্মাজ ক্যাটের মালিক মিরিন্ডা স্টিলাবাওয়ার। তিনি ২০১৮ সালে সর্বপ্রথম এই ছবিটি টাম্বলারে (tumblr.com) প্রকাশ করেন। তার ক্যাপশন ছিল “সে সবজি পছন্দ করে না”। সেখান থেকেই এর শুরু, এরপর স্মাজের জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, মাঙ্গা এবং কজপ্লে পর্যন্ত তার এই জনপ্রিয়তা।

তার এই জনপ্রিয়তা দেখে মিরিন্ডা স্মাজের নামে একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খোলেন, বর্তমানে ইন্সটাগ্রামে স্মাজের ফলোয়ার ১ মিলিয়ন। এছাড়াও স্মাজপোস্টিং নামে একটি ফেসবুক গ্রুপও রয়েছে, যেখানে ২৩ হাজারের ও অধিক মেম্বার বিড়ালটির মালিকের সঙ্গে তাদের তৈরি করা ছবি শেয়ার করছেন। এছাড়াও এই বিড়ালের নামে অফিসিয়াল মার্চেন্ডাইজও পাওয়া যাচ্ছে। স্মাজের এই তারকা খ্যাতি স্মাজ এবং মিরিন্ডা উভয়েই উপভোগ করছেন।

স্মাজ খুবই লাজুক এবং আদুরে স্বভাবের বিড়াল। যদিও সবজির সুবাদেই তার এই জনপ্রিয়তা, কিন্তু তার প্রিয় খাবার মাছ এবং টার্কি।

SHARE