রূপান্তর রিপোর্ট: যে ফলই আসুক তা মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
তিনি বলেন, আমার আশা ছিল, আমি প্রথম ভোটটি দেব। সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। যে ফলই আসুক, অবশ্যই তা মাথা পেতে নিয়ে একসঙ্গে ঢাকাবাসীর জন্য কাজ করে যাব।’
শনিবার সকাল ৮টার পরপরই উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আতিকুল।
সবাইকে ভোটকেন্দ্রে এসে সিটি নির্বাচন সফল করার আহ্বান আওয়ামী লীগের এই প্রার্থী। এ সময় তিনি ভোটারদের ধন্যবাদ জানান।
শনিবার সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এদিন বিকেল ৪টা পর্যন্ত।
দুই সিটি করপোরেশন এলাকার দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলবে।