বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খানের সঙ্গে অভিনয় করার বাসনা প্রায় সব নায়িকারই। কারণ আমির খান মানেই ব্যবসাসফল ছবি, আমির খান মানেই প্রেক্ষাগৃহে দর্শকের হুমড়ি খেয়ে পড়া। সেই নায়কের সঙ্গে ৭ বছর কথা বলা বন্ধ ছিল অভিনেত্রী জুহি চাওলার।
অথচ পর্দায় আমিরের সঙ্গে জুহি চাওলার রসায়ন জমে উঠত। একসময় এই জুটির ছবি মুক্তি পেলে দর্শক সিনেমা হলে গিয়ে ছবি দেখতো। শুধু পর্দায় নয়, বাস্তবে দুজনের মধ্যকার সম্পর্ক বন্ধুত্বের। সেই আমির খান ও জুহি চাওলার মধ্যে কথা বলা বন্ধ ছিল প্রায় সাত বছর। মুখ দেখাদেখিও হয়নি তাদের। সম্প্রতি আমির খান বান্ধবীকে নিয়ে পুরনো সেই স্মৃতিচারণা করলেন।
আমির খানের প্রযোজনায় ‘রুবারু রোশনি’ নামে একটি প্রামাণ্যচিত্র পরিচালনা করছেন স্বাতী চক্রবর্তী ভাটকাল। সেই প্রামাণ্যচিত্রের প্রচারে সম্প্রতি সংবাদ সম্মেলনে হাজির হন আমির। সেখানে আমির জুহির সঙ্গে তার ঝামেলার কথা তুলে ধরেন।
বলিউড সুপারস্টার জানান, ‘ইশক’ ছবির শুটিংয়ের সময় সামান্য ঝামেলা হয়েছিল দুজনের মধ্যে। সে কারণেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে।
ঘটনার বিস্তারিত বর্ণনায় আমির বলেন, ইশক ছবির শুটিংয়ের সময় সামান্য কারণেই জুহির সঙ্গে আমার ঝামেলা হয়। সেই সময় আমার ইগো মনে হয় একটু বেশিই ছিল। তাই আমি ঠিক করেছিলাম, তার সঙ্গে আর কথা বলব না। এমনকি সেটে বসেও নয়। আমি তার থেকে একটু দূরত্ব রেখেই চলতে শুরু করি। আমি নিজেও জানি না, কেন আমি এ রকম করেছিলাম। এভাবে সাত বছর কেটে যায়।
’ওই সময়টায় জুহি আমার পাশে এসে বসলে আমি উঠে চলে যেতাম। অন্তত ৫০ ফুট দূরে গিয়ে বসতাম। এমনকি শুটিং শেষ করে ফেরার সময় গুডবাইটুকুও বলতাম না। শুধু সিনের সময় কথা বলতেই হতো। আর কাজের জন্য খুব প্রয়োজনে কথা বলতে হলে সেটুকুও পেশাদার উপায়েই বলতাম।’
ওই সময়ে আমিরের জীবনে ঘটে বড় এক অঘটন। প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আমিরের। সেই সময় সব কিছু ভুলে আমিরকে ফোন করেছিলেন জুহি।
এর পর দুজনের মধ্যে আবার বন্ধুত্বে ফিরে আসা প্রসঙ্গে আমির বলেন, রিনার সঙ্গে জুহির ভালো সম্পর্ক ছিল। যখন আমাদের বিচ্ছেদ হয়, সেই সময় জুহি আমাকে ফোন করেন। আমাদের মধ্যে সমস্যা যাতে মেটানো যায়, সেই উদ্দেশ্যে। জুহি জানতেন, আমি ফোনটা না–ও ধরতে পারি। তবু তিনি করেছিলেন, যেটি আমার মন ছুঁয়ে গিয়েছিল।