রূপান্তর রিপোর্ট: ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের ফল ঘোষণার পর মোহাম্মদপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রহিম ব্যাপারী ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সুমন শিকদার (২৪) ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন।
সুমন সিকদারের বাবা আনোয়ার আহমেদ একজন গাড়িচালক। লালমাটিয়ার ৪/২ ব্লকে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই ও দুই বোনের মধ্যে সুমন সবার বড়। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতিতে।
মোহাম্মদপুর থানার এসআই মো. হারুন বলেন, ‘সুমন নিহত হওয়ার খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্ত চলছে।’
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুজ্জামান দেশ রূপান্তরকে জানান, নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।