রূপান্তর রিপোর্ট: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদপুরের এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গুরুতর আহত অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল আগামীর সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমন।
ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ কর্মীদের অস্ত্রের মহড়ার ছবি তুলতে গিয়ে হামলার জন্য বিশেষ টার্গেটে পরিণত হন এ সাংবাদিক।
ঘটনার প্রত্যক্ষদর্শী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি সালেহ আকন্দ রূপান্তরকে বলেন, কাউন্সিলর প্রার্থী খোকনের (টিফিন ক্যারিয়ার প্রতীক) সমর্থকরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেই ছবি তুলছিল মোস্তাফিজ। এটি দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তার মাথায় আঘাত করা হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে।
শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিকুর রহমান রূপান্তরকে জানিয়েছেন, গুরুতর আহত সাংবাদিক সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মাথার পেছন দিকে বেশ আঘাতের চিহ্ন রয়েছে। তার সিটি স্ক্যানের প্রয়োজন রয়েছে। কিন্তু এখানে সে ব্যবস্থা নেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা উত্তরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের পক্ষে একটি মিছিল সাদেক খান সড়ক দিয়ে যাওয়ার সময় সুমন ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
হামলার পরপরই সুমনকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী খোকন সাংবাদিক বলেন, “আমার কোনো লোকজন তাকে মারধর করেনি। অন্য কোনো পক্ষের লোকজন আমার মার্কার ব্যাচ পরে এই হামলা চালাতে পারে।”
এছাড়া নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে আরও অনেক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
রাজধানী টিকাটুলী কামরুন নেছা উচ্চ বিদ্যালয়ে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার ছবি তোলার সময় পরিবর্তন ডটকমের ফটো সাংবাদিক ওসমান গনিকে মারধর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নেয়া হয়েছে।
এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় খবর সংগ্রহের সময় মারাত্মকভাবে আহত হয়েছেন সাংবাদিক জিসাদ ইকবাল। তিনি বার্তাসংস্থা প্রেস বাংলা এজেন্সি- পিবিএ’র বিশেষ প্রতিনিধি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য।