তাইয়্যিপ আহসান রাফান: মা-বাবা, ভাইবোনদের নিয়ে ভোট দিয়েছেন বিএনপির ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
শনিবার রাজধানীর গুলশান ২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, মা নাসরিন আউয়াল, ভাই তাফসির আউয়াল ও তাজওয়ার আউয়াল।
ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে সাংবাদিকদের তাবিথ বলেন, ‘আগেও বলেছিলাম, আমাদের শক্তি হলো জনগণ, আজ সারা দিন জনগণকে সঙ্গে নিয়েই লড়াই চালিয়ে যাব।’
তাবিথের মা নাসরিন আউয়াল যে বুথে ভোট দিতে গেছেন, সেটি কোনো একটা বিশেষ কারণে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, ‘একটা মেশিন যদি এখনো ঠিক করা না যায়, তাহলে মানুষ ভোট দেবে কিভাবে?’
এ সময় তাবিথ অভিযোগ করে বলেন, ‘১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর হাই স্কুল কেন্দ্রে, আর আমি যে ওয়ার্ডে আমরা আছি, এখানের কিছু কেন্দ্রে এবং ৩৬ নম্বর ওয়ার্ডে, বনশ্রীতে সব কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না।’
এদিন ভোট শুরু হওয়ার এক ঘণ্টা আগে রিটার্নিং কর্মকর্তা ও এজেন্টরা কেন্দ্রে এসে হাজির হন।
শনিবার সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দুই সিটির দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। ভোটগ্রহণ সুষ্ঠু করতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য।