রূপান্তর রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগ জেলা কমিটি করে করে লোক পাঠাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য লঞ্চ ভর্তি করে নেতাকর্মীদের জড়ো করছে। পুরো ঢাকা শহরে তারা এ কাজ করছে। আমরা শঙ্কিত তারা আসলে ভোটের দিন কী করতে চাচ্ছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জেলায় জেলায় কমিটি করে ঢাকায় লোক পাঠিয়ে কেন্দ্র দখলের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। সেটাই এখন বিএনপির ওপর চাপাতে চাইছে।’
বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগসহ মতিঝিলের বিভ্ন্নি এলাকায় গণসংযোগ করার এক পর্যায়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
গত কয়েকদিন ঢাকা দক্ষিণের প্রায় সব এলাকাতেই গেছেন ইশরাক। গণসংযোগের শেষদিনে গোপীবাগ ও মতিঝিলের বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন তিনি।
এর আগে সকালের দিকে গোপীবাগের নিজ বাসায় পোলিং এজেন্টসহ দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন ইশরাক হোসেন।
এদিকে আজ বৃহস্পতিবার ঢাকা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দাবি করেন বিএনপি ১৭০টি কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। এজন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।