ভোটের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আতিকের সাক্ষাৎ

রূপান্তর রিপোর্ট: ভোটের আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

এই সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি শুক্রবার বিকালে নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেছেন তিনি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচনে শনিবার ভোট হবে।

ভোটের আগের দিন শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে ফেইসবুকে আতিক লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ দোয়া নিতে গিয়েছিলাম।”

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও পোস্টটি শেয়ার দেওয়া হয়েছে।

পাঁচ বছর আগের নির্বাচনে এই সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হয়েছিলেন খ্যাতিমান ব্যবসায়ী আনিসুল হক। নির্বাচিত হওয়ার পর তার বেশকিছু উন্নয়ন নগরবাসীর প্রশংসা কুড়ায়।

আনিসুল হক মারা যাওয়ার পর গত বছরের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হন আতিকুল ইসলাম, তিনিও একজন ব্যবসায়ী। তবে তিনি ডেঙ্গু মশা নিধনে ব্যর্থতার পরিচয় দেন। তার সময়ে ডেঙ্গুজ্বরের প্রকোপ মহামারির রূপ নেয়। এ নিয়ে নগরবাসীর মাঝে নেতিবাচক মনোভাব রয়েছে।

মেয়র নির্বাচিত হয়ে মাত্র ৯ মাস ২৩ দিন দায়িত্ব পালনের পর পুনরায় এই পদে আসার জন্য ভোটের লড়াইয়ে আছেন আতিক।

এদিন আনিসুল হকের কবরও জিয়ারত করেছেন আতিকুল ইসলাম। জুমার নামাজের পর বনানী কবরস্থানে যান তিনি। সেখানে তার মা-বাবার কবর জিয়ারতের পর আনিসুল হকের কবরে শ্রদ্ধা জানান আতিক।

প্রচারণা না থাকায় এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তরার নিজের বাড়িতেই কাটান আতিকুল ইসলাম। দুপুরে বনানী নির্বাচনী কার্যালয়ে আসেন তিনি। পরে পাশের বনানী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে যান বনানী কবরস্থানে।

SHARE