ভারতকে হারাতে নতুন কৌশল পিসিবির

সরফরাজের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি

এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দলের খেলার পরতে পরতে থাকে উত্তেজনার পারদ।

তবে সীমান্ত সমস্যার কারণে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে সবশেষ সাত বারের দেখায় ভারতের বিপক্ষে হেরে গেছে পাকিস্তান। বিরাট কোহলিদের বিপক্ষে পরাজয়ের এই বৃত্ত থেকে সরফরাজদের বের হতে পুরস্কারের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সরফরাজরা যদি এখন থেকে কোনো ম্যাচে ভারতকে হারাতে পারে তাহলে তাদের বিশেষ পুরস্কার দেবে পিসিবি।

চির প্রতিদ্বন্দ্বী ভারতসহ আইসিসির র‌্যাংকিংয়ের শীর্ষ তিন দলের যে কোনো একটিকে টেস্টে হারাতে পারলে একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির শতভাগ, ওয়ানডেতে ৭৫ শতাংশ আর টি-টোয়েন্টিতে পঞ্চাশভাগ বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

SHARE