ভারতের পশ্চিমবঙ্গের বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ক্লাবগুলো সম্পর্কে কমিশনকে লেখা বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তীর আপত্তিকর চিঠি ফাঁস হয়েছে। এ ঘটনায় ক্লাবগুলোর নেতারা বিজেপি প্রার্থী শ্রাবন্তীর বিরুদ্ধে একাট্টা হয়েছেন।
মঙ্গলবার এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালার ক্লাবগুলোতে দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন।
চিঠিতে শ্রাবন্তী লিখেছেন,‘স্থানীয় ক্লাবগুলিকে এলাকায় সন্ত্রাস কায়েম করতে কাজে লাগানো হচ্ছে, এ ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। স্থানীয় ক্লাবগুলিতেই দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে, যাতে তারা নির্বাচনের সময় গোলমাল পাকাতে পারে।’
গত ২ এপ্রিল নির্বাচন কমিশন কার্যালয়ে ওই চিঠিটি পাঠিয়েছেন।
বেহালা পশ্চিম আসনে শ্রাবন্তী নির্বাচনে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা চারবারের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
আগামী ১০ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
নির্বাচনের আগে শ্রাবন্তীর এই চিঠিটি প্রকাশ্যে চলে আসায় অভিনেত্রীর ওপর বেজায় চটেছেন বেহালা পশ্চিমের ক্লাব সংগঠনগুলি। এতে বিজেপি শিবির বেকায়দায় পড়েছে, বিপাকে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী।