বিশ্ব হিন্দু মহাসভার নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: ভারতের বিশ্ব হিন্দু মহাসভার এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার ভোরে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে এ ঘটনা ঘটে। এর আগে কয়েক মাস আগে সেখানে নৃশংসভাবে খুন হয়েছিলেন আরেক উগ্র হিন্দুত্ববাদী নেতা কমলেশ সিং।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই নেতার নাম রঞ্জিত বচ্চন। ঘটনাটি ঘটেছে লক্ষ্ণৌর হজরতগঞ্জের সিটি সেন্টার এলাকায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে লক্ষ্ণৌর হজরতগঞ্জ এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন বিশ্ব হিন্দু মহাসভার রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চন। হজরতগঞ্জের সিটি সেন্টারের সামনে অবস্থিত সিডিআরআই ভবনের কাছে রাস্তায় পায়চারি করছিলেন। হঠাৎ বাইক নিয়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তার সামনে আসে। তারপর অতর্কিতভাবে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরে সেখানেই তার মৃত্যু হয়। দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক জখম হন সঙ্গে থাকা তাঁর ভাইও। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ ওই দৈনিকটিকে জানিয়েছে, উত্তর প্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা রঞ্জিত বচ্চন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন। খুনীদের ধরতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

SHARE