বিএনপির সামর্থ নেই বলে অভিযোগ করছে: তাপস

রূপান্তর রিপোর্ট: বিএনপিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, “এটা সম্পূর্ণ অমূলক। তাদের সেই সাংগঠনিক কাঠামো এবং শক্তি নেই যে তারা এজেন্ট দিতে পারে। “সেটা তারা দিতে পারছে না বলে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।”

শনিবার সকালে স্ত্রী আফরিন তাপসকে নিয়ে ধানমণ্ডির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ইভিএমে নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ইভিএম খুব সহজ পদ্ধতি। আমি এই প্রথম ভোট দিলাম। … ইভিএমে আমি নিশ্চিত হতে পেরেছি যে আমার ভোটটি সঠিকভাবে প্রয়োগ হয়েছে। আমি গণসংযোগে দেখেছি ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে ঢাকাবাসীর কখনো কোনো শঙ্কা ছিল না। আমি মনে করি ঢাকাবাসী- এটা সাদরে গ্রহণ করেছে।”

তাপস বলেন, “এখন পর্যন্ত খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

এক প্রশ্নের জবাবে তাপস বলেন, “নির্বাচন একটি প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয় থাকবে। তবে আমি খুব আশাবাদী নৌকার বিজয় হবে।”

SHARE