রূপান্তর ডেস্ক: এ বছর পৃথিবীর পাশ দিয়ে যে বৃহত্তম গ্রহাণুটি যাবে সেটি রোববার সবচেয়ে কাছে আসতে চলেছে। তবে এর সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে নাসা।
জানা যায়, এটি পৃথিবীর ২০ লাখ কিলোমিটার দূর দিয়ে চলে যাবে। যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ৫ গুণ। তবে এও ঠিক, ‘২০০১ এফও৩২’ নামক গ্রহাণুটিকে বিজ্ঞানীরাই খুব ‘ঝামেলাবাজ’ এক গ্রহাণু বলেও অ্যাখ্যা দিয়েছেন।
জিনিউজ২৪ এর এক খবরে জানা যায়, গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে ছুটে যাবে। ভয়ঙ্কর এক বেগ। দক্ষিণ আকাশ দিয়ে যখন এটি ছুটে যাবে তখন এটি সব চেয়ে উজ্জ্বল থাকবে।
এই গ্রহাণুটি চলে যাওয়ার পর ২০৫২ সালের আগে পৃথিবীতে আর কোনো বড় আকারের গ্রহাণু আসার সম্ভাবনা নেই। বিজ্ঞানীদের মতে, ২০৫২ সালে যে গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে সেটির সঙ্গে পৃথিবীর দূরত্ব থাকবে ২ দশমিক ৮ মিলিয়ন কিলোমিটার।
সম্প্রতি আইফেল টাওয়ারের মতো উঁচু সুবিশাল একটি গ্রহাণু পৃথিবীর কাছে চলে এসেছিল। যা ফের পৃথিবীর কাছে আসবে ৮ বছর পর। ২০২৯-এ। এই গ্রহাণুটিকে নিয়ে উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ ৮ বছর পর এটি এতটাই কাছে চলে আসবে পৃথিবীর যে, তা সভ্যতার পক্ষে হয়ে উঠতে পারে অত্যন্ত বিপজ্জনক। সেই গ্রহাণুটির নাম ‘অ্যাপোফিস’।