‘পিতৃহারা ইশরাক হোসেনের অভিভাবক আপনারা’

রূপান্তর ডেস্ক: পুরান ঢাকাবাসীর উদ্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, পিতৃহারা ইশরাক হোসেনের অভিভাবক আপনারা। আমি বেড়ে ওঠেছি, আপনাদের অলিতে গলিতে। থাকতে চাই আপনাদের মাঝে। আমার বাবার মতো বঞ্চিত জনতার সঙ্গে সবসময় পাশে থাকতে চাই’।

তিনি বলেন, রাজপথে আমি সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত। মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে তাতে আমার ঋণের বোঝা আরও ভারি হয়েছে। আমৃত্যু আপনাদের পাশে থেকে ঋণের বোঝা কিছুটা হালকা করে সেই বোঝাটা কমানোর জন্য সুযোগ চাই।

বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন।

তার আবেগঘন এ ভিডিওটি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি আপলোড করার প্রথম চার ঘণ্টার মধ্যেই ৯ লাখ ৯০ হাজারেরও বেশি দর্শক দেখেছেন। এর মধ্যে ৩২ হাজারের বেশি মানুষ ওই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন।

ভিডিওবার্তায় ইঞ্জিনিয়ার ইশরাক আবেগঘন কণ্ঠে বলেন, ‘আপনাদের প্রিয় গেরিলা যোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। আমার বাবার প্রতি আপনাদের শ্রদ্ধা, ভালোবাসার প্রমাণ মিলেছে তার শেষ যাত্রায়। লাখো মানুষের ভালোবাসার সেই ঋণ শোধ হওয়ার নয়, বাবা হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারিনি। এখনও প্রতি রাতে ঘুমানোর আগে আমি তার ভিডিও দেখি’।

তিনি বলেন, ‘সকালে ওঠেই আমি তার কথা স্মরণ করে বাসা থেকে বের হই। এর মধ্যেই সামনে চলে আসে ঢাকা সিটি নির্বাচন। আপনাদের স্নেহ, অনুপ্রেরণা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধান্তে আমাকে মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে’।

ইশরাক বলেন, ‘নির্বাচনের এই পথে হাঁটতে গিয়ে ঢাকার রাজপথ ও অলিতে গলেতে আমি চষে বেরিয়েছি। সেখানকার বাসিন্দাদের যে ভালোবাসা আমি পেয়েছি তা ভুলবার মতো নয়। এখন আমি বুঝি আমার বাবার শেষ কষ্টটা ছিল ৫ বছর দেশে আসতে পারেননি শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির জন্য। জীবনের শেষ দিনগুলো নিজ দেশে কাটাতে পারেননি। শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেননি সেই দেশে যে দেশের জন্য তিনি জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন।

তিনি বলেন, উনার শেষ যাত্রায় দলমত নির্বিশেষে সবাই আমার বাবাকে যে সম্মান দেখিয়েছে তা দেখে আমি আপ্লুত হয়েছি। আমার বাবা সারাজীবন জনগণের জন্য রাজনীতি করেছেন আমিও তার আদর্শে বেড়ে ওঠেছি। আমিও আমৃত্যু জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই’।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

SHARE