টি-টোয়েন্টির চেয়ে টেস্টের ম্যাচ ফি দ্বিগুণ বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে এ ক্যাটাগরির ক্রিকেটাররা ৭ লাখ ৬২ হাজার ৩০০ পাকিস্তানি রুপি পাবেন।
পাকিস্তানি ক্রিকেটাররা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ম্যাচ ফি হিসেবে যতো রুপি করে পাবেন তা নিচের ছকে দেয়া হলো-
ক্যাটাগরি | টেস্ট | ওয়ানডে | টি-টোয়েন্টি |
এ | ৭,৬২,৩০০ | ৪,৬৮,৮১৫ | ৩,৩৮,২৫০ |
বি | ৬,৬৫,২৮০ | ৩,৯০,০৩৩ | ২,৭০,৬০০ |
সি | ৫,৬৮,২৬০ | ৩,১২,৫৪৩ | ২,০২,৯৫০ |
তবে একাদশের বাইরে যারা থাকবেন তারা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ পারিশ্রামিক পাবেন।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানি ক্রিকেটাররা:
ক্যাটাগরি এ: বাবর আজম, সরফরাজ আহমেদ এবং ইয়াসির শাহ
ক্যাটাগরি বি: আসাদ শফিক, আজহার আলি, হারিস সোহেল, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজ
ক্যাটাগরি সি: আবিদ আলি, হাসান আলি, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ এবং উসমান শিনওয়ারি।
সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম।