রূপান্তর রিপোর্ট: নৌকার গণজোয়ার ভোটের বাক্সে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ১৪ দলের প্রার্থীর পক্ষে গণজোয়ার উঠেছে। আমি বিশ্বাস করি তারা বিজয়ী হবেন। কিন্তু একটি কথা বলা প্রয়োজন। যে কথা বলে আমি অনেকের কাছে বিরূপের পাত্র হয়েছি। ওই গণজোয়ারের প্রতিফলন সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটের বাক্সে দেখা যাচ্ছে না।
মঙ্গলবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নজরুল হক নিলুর সভাপতিত্বে আয়োজিত এই বিভাগীয় সমাবেশে অন্যদের মধ্যে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হোসেন বাদশা এমপি।
রাশেদ খান মেনন আরও বলেন, রংপুরে মাত্র ২২ ভাগ ভোট পড়েছে। আমাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। নিজের ভোটাধিকার রক্ষা করতে হবে। নির্বাচন কমিশনকে বলি-আজিজ কমিশন হবেন না। নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই সত্য কথা বলার জন্য যদি অন্যায় করে থাকি। আমি সে অন্যায় স্বীকার করি।
ডাকসুর সাবেক ভিপি রাশেদ খান মেনন আরও বলেন, আমি বিশ্বাস করি এই সিটি করপোরেশন নির্বাচনে তাপস, আতিক শুধু বিজয়ী হবেন না, ভোটের ক্ষেত্রে এমন পথ দেখাবেন যাতে মানুষের মনে ভোটের প্রতি আস্থা ফিরে আসে।