দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পচেফস্ট্রুমে টাইগার যুবাদের দেয়ার ২৬২ রানের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।
১০৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ওই সেমিফাইনাল।

এর আগে আজ টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ যুব দল ২৬১ রান করে। ব্যাট হাতে প্রথমে দারুণ দুটি ইনিংস খেলেন বাংলাদেশের
তানজীদ হাসান তামিম ও শাহাদাত হোসেন। পরে বল হাতে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে নায়ক হন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।

তানজীদ হাসান তামিম ৮৪ বলে ৮০ রানের একটি ঝলমেলে ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ১২টি চারে সাজানো। শাহাদাত ৭৬ বলে
অপরাজিত ৭৪ রান করেন। তাঁর ইনিংসে সাতটি চার ও একটি ছক্কার মার রয়েছে।

যেভাবে সেমিফাইনালে বাংলাদেশ

দুর্দান্ত জয় দিয়ে এবারের আসর শুরু করে বাংলাদেশের যুবারা। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় স্কটল্যান্ডের। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে স্কটিশরা ৮৯ রানেই অলআউট হয়। বাংলাদেশ জিতে সাত উইকেটে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। তাই তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ওঠে বাংলাদেশ।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান। ২০১৬ সালের আসরে ‘এ’ গ্রুপে তিন ম্যাচের সবকটিতেই জয় পায় বাংলাদেশ। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে খেলতে নামে তারা। ওই আসরে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে হেরেছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৫০ ওভারে ২৫১/৫ (পারভেজ ১৭, তানজীদ ৮০, মাহমুদুল ৩, হৃদয় ৫১, শাহাদাত ৭৪*, আকবর ১৬*;
মোলেটসেন ২/৪১, ফন ভুরেন ১/৪৬)।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল : ৪২.৩ ওভারে ১৫৭ (বিউফোর্ট ৬০, বার্ড ৩৫, লিস ১৯, কোটানি ১৫; শরিফুল ৭-০-২৮-১, শামীম ৯-০-
৩৬-১, তানজীম ৭-০-৪১-২, রকিবুল ৯.৩-০-১৯-৫)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১০৪ রানে জয়ী।

SHARE