রূপান্তর রিপোর্ট: ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৯টি দেশের রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার রাতে কূটনৈতিক মিশনগুলোর পক্ষ থেকে বাংলা ও ইংরেজি ভাষায় দেয়া ওই যৌথ বিবৃতিটি ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপ করা হয়।
বিবৃতিতে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বচ্ছতা ও সততার সাথে ভোট গণনা করার আহবান জানিয়েছেন পশ্চিমা নয়টি দেশের কূটনীতিকরা।
বিবৃতিতে বলা হয়, ‘১লা ফেব্রুয়ারির ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার নাগরিকদের গণতান্ত্রিক চর্চার একটি সুযোগ। ঢাকায় অবস্থিত কূটনীতিক এবং নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক হিসেবে আমরা এই শহরের ভোট কেন্দ্রসমূহে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি’।
এতে আরও বলা হয়, “আমরা আরো আশা করছি যে বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন, এবং সকল সংশ্লিষ্ট রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোট দেয়ার অধিকারকে সম্মান জানাবেন এবং স্বচ্ছতা ও সততার সাথে ভোট গণনা করবেন”।
যেসব দেশের কূটনৈতিক মিশন প্রধানের নামে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে সেগুলো হলো: কানাডা, সুইডেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড।
কূটনীতিকদের কার্যক্রমে অস্বস্তিতে আওয়ামী লীগ
এদিকে কূটনীতিকদের এসব কার্যক্রমে অস্বস্তিতে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নির্বাচনে বিদেশী কূটনীতিকরা যেনো বাড়াবাড়ি না করেন, সে ব্যাপারে নজর রাখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে তারা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেছেন বৃহস্পতিবার বিকেলে।
প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সাথে বৈঠকে আওয়ামী লীগের নেতারা মূলত বিদেশী কূটনীতিকদের তৎপরতা নিয়েই তাদের আপত্তির বিষয়গুলো তুলে ধরেছেন।
সেই বৈঠকের পর এইচ টি ইমাম সাংবাদিকদের বলেছেন, বিদেশী কূটনীতিকরা অনেক সময় অনেক কথা বলেন, যাতে মনে হয় সেটি দেশের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ।
” রাষ্ট্রদূতদের অনেক সম্মান করা হয়। কিন্তু এর সুযোগ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি যেন কেউ না করেন, সে ব্যাপারে নজর রাখতে তারা নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছি”।
ওদিকে নির্বাচন কমিশন জানিয়েছে তারা বিদেশী মিশনগুলোর কূটনীতিকসহ কর্মকর্তাদের ৭৪জনকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনও নির্বাচন নিয়ে বিদেশী কূটনীতিকদের তৎপরতার সমালোচনা করেছেন।