ঢাকা উত্তরে বিএনপির কাউন্সিলর প্রার্থীর অফিসে হামলা

রূপান্তর রিপোর্ট: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) ৩২নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আতিকুল ইসলাম মতিনের নির্বাচনী অফিসে হামলা ও তার সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।

হামলার ঘটনায় মঙ্গলবার ওই কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে আতিকুল ইসলাম মতিন উল্লেখ করেন, গতকাল (সোমবার) দুপুরে তার হুমায়ুন রোডের নির্বাচনী অফিসে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থক সেলিম, রিপন, মুরাদ, চান মিয়া ওরফে চিনু, কাজল, মনিরের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল হামলা চালায়। এ সময় তারা অফিসকর্মী আবু তালেব ও কালামসহ উপস্থিত ৭/৮ জন কর্মীকে পিটিয়ে আহত করে।

পরে তারা আতিুকল ইসলাম মনিরের নির্বাচন না করার জন্য কর্মীদের হুমকি দিয়ে ভোটার তালিকা, লিফলেট, ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী আতিকুল ইসলাম মতিন যুগান্তরকে বলেন, মাইকিংয়ের অনুমতি পাওয়ার পর থেকে আমার লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে। প্রচারমাইক রেখে দিচ্ছে। প্রায় প্রতিদিন এসব ঘটনা ঘটানো হচ্ছে। এর আগে ১৬ জানুয়ারি হামলার ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করি। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তদন্ত করেছিলেন।

তিনি বলেন, ওই ঘটনায় মোহাম্মদপুর থানায়ও একটি লিখিত অভিযোগ দায়ের করি। তবে এসবের কোনো কার্যকরি বিচার পাইনি।

এ ব্যাপারে জানতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাসানুর ইসলাম রাষ্টনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

SHARE