রূপান্তর রিপোর্ট: রাত পোহালেই ভোট। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার ইভিএম মেশিন ও আনুষঙ্গিক মালামাল বিতরণ শুরু করা হয়।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের জন্য সব কেন্দ্রে ইভিএম মেশিন ও ভোটের অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন পয়েন্ট এবং প্রতিষ্ঠান থেকে ইভিএম মেশিন ও সরঞ্জাম বিতরণ করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে সাত হাজার ৮৫০টি। এ সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৯ হাজার। আর দক্ষিণ সিটিতে এক হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ছয় হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ২৪ লাখ ৫২ হাজার।
দুই সিটির প্রতিটি বুথে দুটি করে ইভিএম মেশিন সরবরাহ করছে ইসি। একটি মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং আরো একটি অতিরিক্ত মেশিন বুথে রাখা হবে, যেন যান্ত্রিক ত্রুটি হলে ভোট গ্রহণ সচল রাখা যায়।
এবারের নির্বাচনে সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কারণে এই বিশেষ যন্ত্রের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে এবার দুই সিটিতে ভোটের দিন ২৮ থেকে ২৯ হাজার ইভিএম মেশিন ব্যবহার করা হবে।
শুক্রবার দুপুরে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সাংবাদিকদের বলেন, ‘আজ সকাল থেকেই আমরা ইভিএম মেশিন বিতরণ শুরু করেছি। সন্ধ্যার মধ্যে সব কেন্দ্রে ইভিএম পৌঁছে যাবে। পর্যাপ্ত নিরাপত্তার ভেতর দিয়ে আমরা কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিন পাঠাচ্ছি।’
ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘ইভিএম মেশিন পৌঁছে দেওয়া শুরু হয়েছে সকাল থেকেই। আশা করছি, সব কার্যক্রম সঠিকভাবে শেষ করতে পারব।’