চোখের ভিতরে থাকা পানি চোখ সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। বিভিন্ন কারণে চোখের পানি শুকিয়ে যায়। চোখ শুকিয়ে গেলে অনেকগুলো সমস্যা তৈরি হয়।
শুষ্ক চোখ বা ড্রাই আই বলতে আমরা কী?
শুষ্ক চোখের লক্ষণগুলো কী?
এ ব্যাপারে ডা. মাসুদুর রহমান বলেন, প্রথম লক্ষণ হচ্ছে চোখ জ্বালাপোড়া করে। এর বাইরে অন্যা কারণগুলো হচ্ছে চোখ প্রায় সমই লাল হয়ে যাওয়া, চোখে পানি কম তৈরি হওয়া। ফলে বালু জাতীয় কিছু পড়লে যেমন লাগে ঠিক তেমন লাগে। প্রাথমিক ভাবে বিশেষ আলোতে চোখ দেখে শনাক্ত করা যায়। এর বাইরে অত্যাধুনিক কিছু যন্ত্র আছে যেমন, ড্রাই আই অ্যানালাইজার দিয়ে সহজে বোঝা যায় চোখে কতটুকু পানি আছে।
কী কারণে চোখ শুকিয়ে যায়?
বর্তমানে চোখ শুকিয়ে যাওয়ার প্রধানতম কারণগুলো হচ্ছে চারটি। এর মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে, বর্তমানে টেকনোলজির যুগে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোনের ব্যবহার। এছাড়া চোখের যে গ্রন্থি থেকে পানি তৈরি সেখানে সমস্যার কারণে হতে পারে। এর বাইরে
শারীরিক কিছু কারণ আছে যেমন, ডায়াবেটিস, বাত রোগ, থাইরয়েড জনিত সমস্যার কারণে হতে পারে। এছাড়া পঞ্চাশ বছরের বেশি বয়ষ্ক নারীদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চতুর্থ কারণ হচ্ছে কিছু ওষুধের প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে। এছাড়া প্রাকৃতিক কিছু কারণেও হতে পারে। যেমন বাতাসে আদ্রতা কম থাক, সেক্ষেত্রে শীতকালে শুষ্কতার লক্ষণগুলো বেশি দেখা যায়। এছাড়া পরিবেশের কালো ধোঁয়া এবং বায়ুদূষণ অন্যতম একটি কারণ। এর বাইরে কেমিক্যাল কন্টাক্ট বা কেমিক্যাল কারখানায় বা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করলেও এমন সমস্যা হতে পারে।
প্রতিকারগুলো কী?
ডা. মাসুদুর রহমান বলেন, প্রথমত আমরা সমস্যা নিরূপণ করি। এর পরে দুই ধরনের চিকৎসা দেওয়া হয়ে থাকে। কিছু ওষুধ এর মাধ্যমে এই সমস্যা সমাধান করা যায়। দুই ধরণের ওষুধ ব্যবহার করা হয়। মুখে খাবার ওষুধ এবং চোখের ড্রপ। এর সমস্যা খুব বেশি হলে প্রয়োজন হলে সার্জারি করা লাগতে পারে। এছাড়া রক্তরস থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি ড্রপ থেকেও এর চিকিৎসা দেওয়া হয়ে থাকে।