চার কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় দীপ্ত টিভির সংবাদ প্রচার স্থগিত

রূপান্তর রিপোর্ট: চার সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংবাদ প্রচার দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে দীপ্ত টিভি।

শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী।

বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের বার্তাকক্ষের তিনজন নিউজ প্রডিউসার এবং একজন প্রতিবেদকের সংক্রমণ ধরা পড়েছে। তাই আমরা আগামীকাল থেকে (শুক্রবার) থেকে সংবাদ প্রচার স্থগিত রাখছি। তবে আমাদের অন্য সব অনুষ্ঠান চলবে।”

সংক্রমিত কর্মীদের সংস্পর্শে আসা অন্য সহকর্মীদের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে দীপ্ত টিভি কর্তৃপক্ষ।

ফুয়াদ চৌধুরী বলেন, “সমস্ত কর্মীরা বের হয়ে যাওয়ার পর আমরা বার্তাকক্ষ জীবাণুমুক্ত করব। তারপর আস্তে আস্তে আমরা আবার খবর প্রচারের কাজ শুরু করব।”

তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ‘হোম কোয়ারেন্টিন’ ও রমজান উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান নিয়মিতভাবে চলবে।

SHARE