বিশ্বব্যাপী জনপ্রিয় কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন। বিশ্বের বিখ্যাত সব কৌতুক অভিনেতাদের আইডল তিনি। সেই চার্লি চাপলিনের সাজে এবার হাজির হয়ে চমকে দিলেন ‘ডার্টি পিকচার’খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান।
চার্লির পকেট ছেঁড়া জামা, চামড়া ওঠা জুতো, নাকের নিচে ছোট গোঁফের সাজ ও হৃদয় ভরানো নানা হাস্যরসের অভিনয় আজও এক পলকেই হাসির খোরাক যোগায়। ১৬ এপ্রিল ছিলো এ অভিনেতার জন্মদিন।
সেই চ্যাপলিনকে জন্মদিনে মনে করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।
তিনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। পাঁচ বছর আগে এই শুটটি করেছিলেন তিনি। একটি নামি ম্যাগাজিনের কভার পিকচারের জন্য চ্যাপলিন সেজেছিলেন।
এই ভিডিও পোস্ট করে চার্লিকে শ্রদ্ধা জানালেন বিদ্যা বালান। আর এটি খুব পছন্দ করেছেন এ অভিনেত্রীর ভক্তরা। নিমিষেই তার সেটি ভাইরাল করে দিয়েছেন।