পূজা উদ্বোধন করে ফেরার পথে দুর্ঘটনায় আহত হওয়া এক তরুণীকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ভারতের নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, ওইদিন বিকালে সুরুচি সংঘের পূজা উদ্বোধন করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল সোয়া ৫টার দিকে সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে হঠাৎ সবাইকে চমকে দিয়ে দুর্গাপুর সেতুর মুখে নিজের গাড়ি থামিয়ে দেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ রাজনীতিক। এরপর সেখানে ছুটে আসেন রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা দেখতে পান, গাড়ির সামনে থাকা একটি বাসে উঠতে গিয়ে পড়ে গিয়েছেন এক তরুণী। নিরাপত্তারক্ষীদের কাছ থেকে ঘটনার কথা শুনে গাড়ি থামিয়ে দেন মমতা।
সঙ্গে সঙ্গে পেছনের গাড়ি থেকে ছুটে আসেন মেয়র ফিরহাদ হাকিম। পুলিশও আসে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, আহত ওই তরুণীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করতে। পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এর পর আহত তরুণীকে ভর্তি করা হয় ওই এলাকার একটি বেসরকারি হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম শুভ্রা দাস। কলেজ পড়ুয়া ওই তরুণী হাওড়ার দাশনগরের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে তিনি পূজা দেখতে এসেছিলেন।
ওই তরুণীর চিকিৎসার ব্যবস্থা করে তবেই ঘটনাস্থল থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওই তরুণীর পরিবারের সদস্যদের খবর দিয়েছে।