তাইয়্যিপ আহসান রাফান: ভোটকেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে নির্বাচন কর্মকর্তা, পুলিশ ও আওয়ামী লীগ প্রার্থীদের এজেন্টের সংখ্যাই বেশি। কেন্দ্রগুলোর বাইরে নৌকার ব্যাজ পরিহিত মানুষ ভিড় করে আছে কিন্তু ভেতরে ভোটার নেই।
শনিবার দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখার সময় ভোটগ্রহণের অর্ধেকের বেশি সময় পার হয়েছে। সকাল থেকে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার ১২টি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেল হতাশার চিত্র।
রূপান্তর টিম মিরপুর এলাকায় যতগুলো কেন্দ্রে গিয়েছে সেখানে গড়ে পাঁচ শতাংশের বেশি ভোট পড়েনি। কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রে। এখানে সাড়ে চার ঘন্টায় ১৫ শতাংশের মতো ভোট পড়েছে।
ভোট ব্যবস্থার প্রতি আস্থা না থাকায় জনগণ ভোট দিতে আসে না: ড. কামাল
শনিবার বেলা পৌনে ১১টায় ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোটদান শেষে এসব কথা বলেন ড. কামাল হোসেন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ।
ড. কামাল হোসেন বলেন, ‘ভোট শুরুর আড়াই ঘণ্টার বেশি সময় পার হওয়ার পরও একশর কম ভোট পড়েছে।’ তিনি বলেন, ‘এটা সন্তোষজনক নয়।’
তিনি বলেন, ‘এত সময় অতিবাহিত হওয়ার পরও এত কম ভোট মোটেও সন্তোষজনক নয়। এটার একটা কারণ ভোটদানের প্রতি জনগণের আস্থাহীনতা। ভোট ব্যবস্থার প্রতি জনগণের আস্থা না থাকায় ভোটার উপস্থিত কম।’
ভোটারদের বিষয়ে কিছু বলবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চাই ভোটাররা আসুক, ভোট দিক। কিন্তু জনগণের ভোট ব্যবস্থার প্রতি আস্থা না থাকায় জনগণ ভোট দিতে আসে না।’