করোনাভাইরাস মহামারীতে সবাই আতংকে দিন পার করছেন। সবাই বাসায় অবস্থান করছেন। অনেকেই ধর্ম চর্চায় মনোযোগী হচ্ছেন। কেউ কেউ কবিতা লিখছেন, কেউ ছবি আঁকছেন, কেউ বা গাইছেন।
কিন্তু অলস সময়ে বিতর্কিত ছবি প্রকাশ করে নতুনভাবে আলোচনায় এসেছেন বলিউডের আবেদনময়ী নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ। উত্তেজনা ছড়ালেন বিকিনি পরা ছবিতে৷
লকডাউনে নিজের পুরনো ছবি পোস্ট করে মধুর স্মৃতি তুলে আনছেন তিনি৷ বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন। যেখানে খোলামেলা হয়ে ধরা দিয়েছেন তিনি। কখনো সমুদ্রপাড়ে। কখনো বা খোলা প্রকৃতির কাছে।
এ কথা সবার জানা, ইলিয়ানার টানটান সুঠাম চেহারা। তিনি বিকিনি পরতে বেশ ভালবাসেন৷ এমনি বিকিনি পরেই নানা মুডের ছবি পোস্ট করেছেন তিনি ইনস্ট্রাগ্রামে।
এই দুঃসময়ে তার এমন উত্তেজনাকর ছবির সমালোচনা করেছেন অনেকেই।