হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে রোববার রাতে বিএসএমএমইউ হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

রূপান্তর রিপোর্ট: ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দেখে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মতিন বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ আছেন। রাত সাড়ে ৮টার দিকে উনাকে দেখতে হাসপাতালের কেবিনে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় রাষ্ট্রপতি সেতুমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।’

গত শুক্রবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

এর আগে গত বছর ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়েই বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম শেষে তাঁর হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সেতুমন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়, ভর্তি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

কয়েক দিন চিকিৎসার পর ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। চিকিৎসার জন্য তখন আড়াই মাস তিনি সিঙ্গাপুরে ছিলেন।

SHARE