রূপান্তর রিপোর্ট: গত সংসদ নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের তরুণ সদস্য শেখ সারহান তন্ময়। নির্বাচনে তিনি দুই লাখের বেশি ভোটে জয়ী হয়ে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য হন।
এবার সেই বাগেরহাট থেকেই রাজনীতিতে নাম লেখালেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য শেখ বেলাল উদ্দিন বাবু। তিনি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে তিনি।
বাগেরহাট-০৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী শেখ বেলাল উদ্দিন বাবু। ওই আসনের অন্যসব প্রার্থীদের মধ্যে তিনিই বেশি আলোচিত। দৌড়ে সবার চেয়ে এগিয়েও আছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
এর আগে শেখ বেলালকে রাজনীতিতে দেখা যায়নি। তবে বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে।
শেখ বেলালের দুই ভাই বর্তমানে সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে মহাজোটের সমর্থন ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে জয় পান শেখ বেলালের সেঝ ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল। অন্যদিকে শেখ বেলালের বড় ভাই শেখ হেলাল উদ্দিন বর্তমানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য।
প্রসঙ্গত, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন। গত ১০ জানুয়ারি তার মৃত্যু হলে আসনটি শূন্য হয়।
ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাটের খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সংসদ সদস্য হিসেবে পাঁচবার জয়লাভ করেন।
এবার সেই আসনের উপনির্বাচনে শেখ বেলাল উদ্দিন বাবু নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপ্রত্যাশী।