রূপান্তর রিপোর্ট: এজেন্টদের ভোটকেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘এজেন্টদের ভোটকেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে। একজন বলল বেরিয়ে যাও, তাহলে যদি বেরিয়ে যায়, সেটা তো ম্যানেজ করা কঠিন। তারা যেন তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং অফিসারের শরণাপন্ন হন। তাও যদি না হয়, তাহলে বাইরে এসে ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেবে।’
শনিবার রাজধানীর উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি নূরুল হুদা। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে—এমন অভিযোগের প্রসঙ্গ তোলায় এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘এজেন্টদের যদি বলা হয় তুমি যাও, তাকে বলতে হবে আমি যাব না।’
এজেন্টদের বের করে দেওয়া প্রসঙ্গে নূরুল হুদা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া নির্দেশ আছে এ রকম অভিযোগ যদি পায়, তাহলে সঙ্গে সঙ্গে এজেন্টকে কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করবে। এজেন্টদের প্রতি অনুরোধ, এ রকম ঘটনা ঘটলে আশপাশে ম্যাজিস্ট্রেট আছে, প্রিসাইডিং অফিসারের সাহায্য চাইবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইবেন। তাদের সাহায্যে ভেতরে যাবেন।’
ভোটার উপস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, ‘সকালে একটি সেন্টার ভিজিট করেছি। সেখানে ভোটার উপস্থিতি কম ছিল, একেবারে সকালের দিকে অবশ্য। ৯টার দিকে। আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। আসার সময় টেলিভিশন দেখলাম। সেখানে দেখলাম ভোটাররা যাচ্ছে, ভোট দিচ্ছে। বিশেষ করে ইভিএমের ব্যাপারে ইতিবাচক সাড়া দিচ্ছে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তারা বুঝে নিচ্ছে। বুঝে নিয়ে তারা ভোট দিয়ে আসছে।’