ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরায়েল কাৎজের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফার বৈঠক করেছেন।বুধবার আমেরিকা সফরের সময় ইসরাইল ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠক করেন।
তেল আবিব এবং মানামার মধ্যে এই প্রথম এমন প্রকাশ্য কোনো বৈঠক হলো।
এ বৈঠকের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাস মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন,বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
তিনি বলেন, এ ধরনের বৈঠক আল-কুদস ও ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে জনগণের সচেতনতাকে মিথ্যা প্রমাণ করা ও ফিলিস্তিনি ইস্যুকে ভুলিয়ে দেয়া যাবে না।
এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরায়েল কাৎজের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক। জোট এ বৈঠককে ‘অত্যন্ত লজ্জাজনক ও ক্ষমার অযোগ্য পাপ’ বলে মন্তব্য করেছে।
আল-ওয়েফাক বলেছে,ইসরাইলি মন্ত্রীর সঙ্গে পরাষ্ট্রমন্ত্রী বৈঠক করার পর এ সরকার ক্ষমতায় থাকার সমস্ত বৈধতা হারিয়েছে।তেল আবিবের সঙ্গে মানামার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হয়ে ওঠায় দেশের সম্মান বাড়ছে না।
গাজায় ইসরাইলের হামলা, আহত ৯৭
ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরাইলের হামলায় ৯৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।শুক্রবার ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ।
ডেইলি সাবাহ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে,ফিলিস্তিনিদের ভুখন্ড ছেড়ে দেয়ার দাবিতে এবং গাজাবাসীদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে শুক্রবার ইসরাইলি সীমান্তের কাছে বিক্ষোভ মিছিল বের করে ফিলিস্তিনিরা।এতে ৯৭ জন ফিলিস্তিনি আহত হয়।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্র জানায়, ইসরাইলি হামলায় আহদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুজন চিকিৎসক ও দুজন সাংবাদিকও রয়েছেন।
প্রসঙ্গত ২০১৮ সালের ৩০ এপ্রিল থেকে প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গত শুক্রবার ছিল এ আন্দোলনের ৬৭তম সপ্তাহ।এ আন্দোলণে এ পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত এবং দুই শহস্রাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
ফিলিস্তিনি শিশুকে চাকায় পিষে হত্যা ইসরাইলের
ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ইসরাইলি শিশুকে চাকায় পিষে হত্যা করেছে এক ইসরাইলি।ছয় বছর বয়সী শিশুটির নাম তারেক। ঘটনার সময় শিশুটি সাইকেল চালাচ্ছিল।মঙ্গলবার এ খবর জানিয়েছে নিউজ পোর্টাল কুদসনেট।
কুদসনেট তাদের এক প্রতিবেদনে জানায়, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে ওই ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দেয় এক ইসরাইলি।এতে ঘটনা স্থলেই নিহত হয় শিশুটি।
প্রসঙ্গত,উগ্র ইহুদিবাদী নেতারা নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করে।
গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এ ধরণের বহু ঘটনা ঘটিয়েছে ইসরাইলিরা।চলতি বছরের এপ্রিলেও বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে ট্রাকের চাকায় পিষে হত্যা করে এক ইসরাইলি।