ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াই ছাড়া বিজয় আসবে না। ঐশী প্রতিশ্রুতি অনুযায়ী এ ক্ষেত্রে নিশ্চিতভাবে ফিলিস্তিন তথা মুসলিম বিশ্ব জয়লাভ করবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আজ (সোমবার) তেহরানে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।