ইভিএম নিয়ে এখনো অনিশ্চয়তা আছে: তাবিথ

Tabith

রূপান্তর রিপোর্ট: ইভিএমের বিষয়টা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেছেন, ‘নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা, তা নিশ্চিত নই। ইভিএমের বিষয়টা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। তাদের ইভিএম পরিচালনার সক্ষমতা নেই, তাই সহায়তার জন্য সেনাবাহিনী থেকে জনবল নিয়েছে’।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবা‌দিকদের সঙ্গে মত‌বি‌নিময়কালে তি‌নি এ কথা বলেন।

এ সময় আরো উপ‌স্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের বর্তমান সভাপতি সাইফুল আলম, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাস‌চিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবা‌দিক ইউনিয়নের সভাপতি ‌কাদের গ‌ণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শ‌হিদুল ইসলাম, ‌ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, বিএন‌পির চেয়ারপারসনের উপদেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তা‌বিথ বলেন, ‘নির্বাচন কমিশন যদি চায়, জনগণের ও গণতন্ত্রের স্বার্থে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। আমাদের আশঙ্কার জায়গা নির্বাচন কমিশনকে নিয়ে। এরই মধ্যে আমাদের সু‌নি‌র্দিষ্ট ১০৪টি অভিযোগ আমলে না নিয়ে খা‌রিজ করে দিয়েছে।’

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন ক‌মিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তা‌বিথ আউয়াল বলেন, ‘দেশ সংকটে আছে। আমরা সবাই বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহি নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।’

ভোটারদের উদ্দেশে তাবিথ আউয়াল বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাদের উদ্দেশ্য গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা ভোট গণনা পর্যন্ত মাঠে থাকব, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিলে ভোট চু‌রি করা সম্ভব হবে না। ভোট দিয়ে ভোট চুরি প্রতিরোধ করা সম্ভব।’

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে খালেদা জিয়ার মু‌ক্তি ত্বরান্বিত হবে।’

তাবিথ বলেন, ‘ আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করে নির্বাচন  কেমন হবে।’

SHARE