ইভিএমে ভোট দিতে আধা ঘণ্টা সময় লেগেছে ড. কামালের

ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

রূপান্তর রিপোর্ট: বিতর্কিত ইভিএম পদ্ধতিতে ভোট দিতে ড. কামালের আধা ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘ইভিএম জটিল প্রক্রিয়া। আমারই সময় লেগেছে আধা ঘণ্টা। তাহলে বোঝেন, এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া কী হবে।’

শনিবার বেলা পৌনে ১১টায় ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোটদান শেষে এ তথ্য জানান ড. কামাল হোসেন।

সকাল ৮টা থেকে শুরু হয়েছে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ।

ড. কামাল হোসেন বলেন, ‘ভোট শুরুর আড়াই ঘণ্টার বেশি সময় পার হওয়ার পরও একশর কম ভোট পড়েছে।’ তিনি বলেন, ‘এটা সন্তোষজনক নয়। এত সময় অতিবাহিত হওয়ার পরও এত কম ভোট মোটেও সন্তোষজনক নয়। এটার একটা কারণ ভোটদানের প্রতি জনগণের আস্থাহীনতা। ভোট ব্যবস্থার প্রতি জনগণের আস্থা না থাকায় ভোটার উপস্থিত কম।’

SHARE