রূপান্তর রিপোর্ট: বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের মা যে বুথে ভোট দিতে গিয়েছেন সেখানে ইভিএম মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। দুই তিনবার চেষ্টার পর তিনি প্যানেল চেঞ্জ করে ভোট দিতে সক্ষম হন।
শনিবার সকালে ভোট দেওয়ার পর তাবিথ আউয়াল সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়াও ওই কেন্দ্রে কোনো ম্যাজিস্ট্রেট নেই বলেও অভিযোগ করেন বিএনপির এ প্রার্থী।
তিনি বলেন, আমার মা যে মেশিনে ভোট দিয়েছে, সেই মেশিনটি ব্রেক ড্রাউন হয়েছে। প্রত্যেকটি এলাকাতেই নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট থাকার কথা। কিন্তু আমি মানারাত স্কুলে কোনো ম্যাজিস্ট্রেট খুঁজে পাইনি। মেশিন দেওয়া হয়েছে, কিন্তু মেশিনও এখনও ঠিক হয়নি। ”
সকাল সাড়ে ৮টায় পরিবারের সদস্যদের নিয়ে ওই কেন্দ্রে ভোট দিতে আসেন ধানের শীষের প্রার্থী। তাবিথের মা নাসরিন ফাতেমা আউয়াল ভোট দিতে গিয়ে ইভিএমে কারিগরি ত্রুটির মুখে পড়েন। ত্রুটি সারিয়ে পরে নির্বাচনী কর্মকর্তারা তার ভোট নেন।
ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ফারজানা শারমিন সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করে বলেন, “প্যানেলে কানেকশন লুজ ছিল। দু-তিন দফায় চেষ্টা করেছি। পরে আমরা প্যানেল চেঞ্জ করে দিয়েছি। পরে ভোট দিয়েছেন তিনি।”
ভয়ভীতি ও হামলার অভিযোগ তুলে ধরে ভোটের দিনের শুরুতেও সুষ্ঠু নির্বাচন হওয়া শঙ্কা প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
সাংবাদিকদের তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি না। ভয়ভীতি, হামলা, পরিস্থিতির ব্যাঘাত ঘটানোর চেষ্টা সকাল থেকে করা হচ্ছে। কিন্তু আগেই বলেছিলাম, আমাদের শক্তি হলো জনগণ, জনগণের শক্তি দিয়েই আজকে আমরা সারাদিন প্রতিকূল অবস্থার মোকাবেলা করব।”