আবেদনের ২৩ দিন পর ফেসবুকে প্রচারণার অনুমতি পেলেন তাবিথ

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তাবিথ আউয়াল। ফাইল ছবি

রূপান্তর রিপোর্ট: সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিএনপি প্রার্থী তাবিথ আওয়ালকে প্রচারণার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

বিএনপির দলীয় সূত্র রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত ৩ জানুয়ারি এ সংক্রান্ত অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তাবিথ। ২৬ জানুয়ারি উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম তাবিথকে এ অনুমতি দেন। অর্থাৎ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারের জন্য আবেদনের ২৩ দিন পর তাকে এই অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মোবাইল এসএমএস, ভাইভার ও আইভিআরসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারে বৈধতা পেলেন তাবিথ আউয়াল।

SHARE