আগামীতে সারা দেশে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

রূপান্তর রিপোর্ট: আগামীতে সারা দেশে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘ইভিএমের মাধ্যমে আমি ভোট দিলাম। খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত সহজে আমি ভোট দিতে পেরেছি। আমি মনে করি, পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে এই ডিজিটাল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারবে নির্বাচন কমিশন। যাতে দেশের মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত হয়। কেউ যেন কারো ভোট কেড়ে নিতে না পারে। ’

ঢাকা সিটি কলেজের ভোটকেন্দ্রে শনিবার সকালে ভোট দেয়ার সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটাররা স্বাধীনভাবে যার যার ইচ্ছামতো ভোট দেবে। আমার ভোট আমি দেব, যাকে আমার পছন্দ তাকে দেব। এই নিয়মেই চলবে। ভোটের মধ্য দিয়েই নির্বাচিত প্রতিনিধি জয়যুক্ত করবে।’

শেখ হাসিনা বলেন, ‘তাপসকে আমি ভোট দিলাম। উত্তরে আতিক আমাদের প্রার্থী। আমি আশা করি, সেও জয়যুক্ত হবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হয়ে ঢাকা শহরবাসীর জন্য পরিচ্ছন্ন, উন্নত একটা শহর গড়ে তুলব। আপনারা জানেন, আমরা যথাযথ অনেক কর্মসূচি নিয়েছি। বাস্তবায়ন করে যাচ্ছি। সেগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব তারা যেন সজাগ থাকেন। যেন প্রতিটি ভোটার শান্তিমতো তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। অর্থাৎ ভোটের অধিকার যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারে। সে পরিবেশটাই আমরা সৃষ্টি করতে চাই। অনেক সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি; গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি। যার ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অগ্রযাত্রা শুরু করেছে।’

SHARE