আওয়ামী লীগকে কোনো কেন্দ্র দখল করতে দেওয়া হবে না: ইশরাক হোসেন

গোপীবাগ শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

রূপান্তর রিপোর্ট: আওয়ামী লীগকে কোনো কেন্দ্র দখল করতে দেওয়া হবে না ঘোষণা দিয়েছেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

তিনি বলেছেন, ‘আমি আজ আল্লাহর নাম স্মরণ করে, আমার বাবাকে স্মরণ করে বাসা থেকে বের হয়েছি। কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আমাকে আহত হতে হলে, হামলার শিকার হতে হলেও আমি মাঠ ছাড়ব না। আওয়ামী দুর্বৃত্তদের কোনো কেন্দ্র দখল করতে দেওয়া হবে না।’

শনিবার সকালে গোপীবাগ শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ‘আমরা ভোটকেন্দ্র পাহারা দিতে পারলে বিজয় আসবেই। একটি কেন্দ্র সরকারি দলের সমর্থকরা দখল করতে চেয়েছিল। সেখানকার স্থানীয় জনগণ ও আমাদের কর্মীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। এভাবে প্রতিরোধ করতে পারলে বিজয় আসবে।’

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি এখন একাধারে সব কেন্দ্রে যাবে, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যেতে আমাদের যা যা করণীয়, আমরা তা করব। ভোটাররা নিরাপদে ভোট দিতে পারলে ধানের শীষ ৮৫ ভাগ ভোট পেয়ে বিজয়ী হবে।’

ইশরাক বলেন, ‘গতকাল রাত থেকে বিভিন্ন কেন্দ্র দখলের চেষ্টা করেছে সরকারি দল সমর্থিত প্রার্থীর লোকজন। আজ সকালেও বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। আমরা এসব অভিযোগ নির্বাচন কমিশনকে অবহিত করেছি এরই মাঝে। এ ছাড়া দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের বিষয়টি জানানো হবে। আমরা আশা করব, নির্বাচন কমিশন ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ বজায় রাখবেন।’

ইভিএমের বিষয়ে তিনি বলেন, ‘আমি প্রথমবারের চেষ্টায় ইভিএমে আমার ভোট দিতে পেরেছি। তার মানে এই নয় এটি কোনো ঝামেলা নেই। আমি আগেও বলেছি, ইভিএমে প্রোগ্রামিং ঝামেলা হলে, সেটি কাজ করা বন্ধ করে দেবে।’

SHARE